বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার উপায় ২০২৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের জাতীয় বিমান পরিবহন সংস্থা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন রুটে যাত্রী ও কার্গো পরিবহন সেবা সফলতার প্রদান করে যাচ্ছ। অনলাইন অফলাইন ওই মাধ্যমে আপনি বিমানের টিকিট কিনতে পারবেন। টিকিট কিনার পরে সবচেয়ে কাজটি হলো টিকিট চেক করা।

এই আর্টিকেলে, আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার উপায় ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

অনলাইনে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট চেক করার উপায়

  1. প্রথমে বাংলাদেশ এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইট প্রবেশ করুন :biman-airlines.com
  2. তারপর Modify Trip ও Web Check দুটি সিস্টেম রয়েছে। এগুলোতে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে সেখানে আপনার টিকিটের 6 Digit PNR Number এবং LAST/SURE NAME লিখে সার্চ করতে হবে।
  3. তারপর টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য আপনার কাছে সো হবে । যেমন ভ্রমণের সময় ,স্থান এবং যাত্রীদের তালিকা ইত্যাদি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার উপায় ২০২৪

বিমান অ্যাপ ব্যবহার করে টিকিট চেক করার উপায়

  1. গুগল প্লে স্টোর থেকে Biman app install করুন।
  2. অ্যাপটি ওপেন করে লগইন করুন ।
  3. বুকিং মেনুতে ক্লিক করুন ।
  4. তারপর ই-টিকিট নাম্বার এবং সঠিক নাম দিয়ে সার্চ দিন।
  5. আপনার টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পাবেন।

অফলাইনে বিমান টিকিট চেক করার উপায়

  1. আপনার নিকটবর্তী বাংলাদেশ বিমানবন্দর  অফিসে যান।
  2. টিকিট কাউন্টারে গিয়ে তাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন
  3. আপনার ই-টিকিট নাম্বার এবং নামটি সঠিকভাবে বলুন
  4. তারপরও উক্ত প্রতিনিধি আপনাকে আপনার সমস্ত তথ্য প্রদান করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার উপায় ২০২৪,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক ২০২৪

 বিমান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বিমানের টিকিটের ক্ষেত্রে সব সময় আপনার ফোনে অথবা সাথে একটি প্রিন্টেড টিকিটের কপি রাখবেন। যে কোন প্রয়োজনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারে +880 2 8166666 নম্বরে যোগাযোগ করবেন।

আরো পড়ুন;  বিখ্যাত সাহিত্যিকদের প্রকৃত নাম ও ছদ্মনাম

আরো পড়ুন:

FAQ

বাংলাদেশ বিমান মোট কয়টি?

২১ টি।

বাংলাদেশ বিমানের শ্লোগান কি?

বাংলার আকাশ রাখিব মুক্ত।

বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার কয়টি?

২১ টি।

আসসালামু আলাইকুম, প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আমি মোঃ ফরিদুল ইসলাম পেশায় একজন শিক্ষার্থী এবং এই ওয়েবসাইটির এডমিন। পড়াশোনার পাশাপাশি লিখালিখি করতে পছন্দ করি। বিগত কয়েকবছর ধরে বিভিন্ন ওয়েবসাইটে লিখালিখি করে আসতেছি। বিশেষ দ্রষ্টব্য -লেখনীর মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ

2 thoughts on “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার উপায় ২০২৪”

Leave a Comment