সৌদি আরব ও বাংলাদেশের সময়ের পার্থক্য কত জানুন

সৌদি আরব ও বাংলাদেশের সময়ের পার্থক্য কত জানুন সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি বিশেষ দেশ । এটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আরব দেশ । বিশ্বের ইসলামের জন্মস্থান মক্কা ও মদিনা এই দেশটিতেই অবস্থিত। এছাড়া প্রতিবছর হজ্জে বিশ্বের প্রায় সকল দেশ থেকে হজ্ব করতে ধর্মপ্রাণ মুসলমানরা আগমন করে থাকে। সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র । দেশটির মোট আয়তন প্রায় ২,১৫,০০০ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় ৩৭ মিলিয়ন। বাংলাদেশের অনেক প্রবাসী সৌদি আরব বসবাস করে এবং প্রতিবছর বিপুল পরিমাণ মানুষ হজ্ব এবং ওমরাহ হজ্জ পালন করতে এই দেশটিতে আগমন করে থাকে । এজন্য আমাদের সৌদি আরবে সময় সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় হলো সৌদি আরব ও বাংলাদেশের সময়ের পার্থক্য।

সৌদি আরব ও বাংলাদেশের সময় ব্যবধান

বাংলাদেশের সময়(BST) থেকে সৌদি আরবের সময় (AST) ৩ ঘন্টা পিছিয়ে। অর্থাৎ বাংলাদেশ সময় থেকে ৩ ঘন্টা বাদ দিলে সৌদি আরবের সময় হবে।অর্থাৎ, যখন বাংলাদেশে দুপুর ১০টা বাজবে ,তখন কুয়েতে সকাল ১০ টা বাজবে।

ডে লাইট সেভিংস টাইম

কিছু কিছু দেশে একাধিক টাইমজোন থাকে এক্ষেত্রে সৌদি আরবে কোনো ডে লাইট সেভিংস টাইম জোন নেই একটিমাত্র টাইম জোন।

আরো পড়ুন;

সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত ২০২৪

আরো পড়ুন;  সকল সিমের দরকারি কোড ২০২৫

সৌদি আরবে যেসব কাজের বেতন বেশি

সৌদি আরব ও বাংলাদেশের সময়ে কেন এত পার্থক্য

সৌদি আরবের অবস্থান বাংলাদেশ থেকে পশ্চিম অবস্থিত ঢাকা থেকে  রিয়াদের দূরত্ব প্রায় ৫,০০০ কিলোমিটার (৩,১০০ মাইল) । পৃথিবী যেহেতু সূর্যকে কেন্দ্র করে ঘোরে পৃথিবীর যেই অংশ সূর্যের নিকটবর্তী হবে সেই অংশে দিন ও রাত  আগে হবে ঠিক এমনটাই হয় সৌদি আরবের ক্ষেত্রে।

সৌদি আরব সংক্রান্ত কিছু তথ্য

  • সৌদি আরবের রাজধানী রিয়াদ
  • সৌদি আরবের ভাষা হলো আরবি
  • সৌদি আরবের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম
  • বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে সময় লাগে ৭-৮ ঘন্টা
  • সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল  (SAR)
  • সৌদি আরবের ১ রিয়াল বাংলাদেশি টাকায় ৩১.৮১ টাকা
  • সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী -সালমান বিন আবদুল আজিজ
  • সৌদি আরবের অর্থনীতি মুলত তেল নির্ভর

উপসংহার : সৌদি আরব ও বাংলাদেশের সময় ব্যবধান এর ক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে তা হলো দিবারাত্রির বিষয়টা । কারণ হজ্ব,ভ্রমণ, যোগাযোগ, ব্যবসা এমনকি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ।

আসসালামু আলাইকুম, প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আমি মোঃ ফরিদুল ইসলাম পেশায় একজন শিক্ষার্থী এবং এই ওয়েবসাইটির এডমিন। পড়াশোনার পাশাপাশি লিখালিখি করতে পছন্দ করি। বিগত কয়েকবছর ধরে বিভিন্ন ওয়েবসাইটে লিখালিখি করে আসতেছি। বিশেষ দ্রষ্টব্য -লেখনীর মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ

Leave a Comment