রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন (Blood Clotting)
মানবদেহে রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারেনা । কারণ বাহিকার অন্তঃস্থ প্রাচীর থাকে মসৃণ এবং রক্তে হেপারিন (heparin) নামে এক ধরনের মিউকোপলিস্যাকারাইডের সংবহন। দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিন্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে। এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে উপস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর (clotting factor গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ৪টি ফ্যাক্টর হলো-
আপনি যা জানতে পারবেন
- ফাইব্রিনোজেন
- প্রোথ্রম্বিন
- থ্রম্বোপ্লাস্টিন
- Ca2+
রক্ত তঞ্চনের ১৩ টি ক্লটিং ফ্যাক্টরের নাম এবং কাজ
ফ্যাক্টরের নাম | ফ্যাক্টরের কাজ |
1.ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন | এটি গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। তঞ্চনের সময় ফাইব্রিনে পরিণত হয়। |
2.ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন | এটি প্লাজমা প্রোটিন। ভিটামিন K-র উপস্থিতিতে যকৃতে সংশ্লেষিত হয়। তঞ্চনের সময়ে প্রথিনে পরিণত হয়। |
3.ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন | এটি বিনষ্ট টিস্যুকোষ বা ভাঙা অণুচক্রিকা থেকে নিঃসৃত হয়। এটি ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। |
4.ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম | ক্যালসিয়াম আয়ন একাধারে প্রমোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে এবং অপর-দিকে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। |
5.ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন | প্লাজমায় অবস্থিত প্রোটিন জাতীয় এ পদার্থটি প্রোগ্রন্থিনকে গ্রন্থিনে পরিণত করে। |
6.ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন | এটি প্রকল্পিত। |
7.ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনরভারটিন | প্লাজমায়ে অবস্থিত এ প্রোটিনটি থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। |
8.ফ্যাক্টর-VIII বা এন্টি হিমোফিলিক ফ্যাক্টর (AHF) | এটি প্লাজমায় থাকে এবং থ্রম্বোপ্লাস্টিন সৃষ্টিতে সাহায্য করে। |
9.ফ্যাক্টর-IX বা ক্রিসমাস ফ্যাক্টর | এটি প্লাজমায় থাকে এবং থ্রম্বোপ্লাস্টিন সৃষ্টিতে সাহায্য করে। |
10.ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর | এ রাসায়নিক উপাদান ফ্যাক্টর -VII এর মতো।এর অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয়। |
11.ফ্যাক্টর-XI বা প্লাজমার থ্রম্বোপ্লাস্টিন | রক্ত রসে অবস্থিত প্রোটিন, থ্রম্বোপ্লাস্টিন গঠনে অংশ নেয়। |
12.ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর | রক্তরসে অবস্থিত এ ফ্যাক্টর ক্যালিক্রেইনকে (Kallikrein) সক্রিয় করে এবং প্লাজমাকাইনিন (Plasmakinin) নামক পদার্থ সৃষ্টি করে রক্তনালির ভেদ্যতা ও সম্প্রসারণশীলতা বাড়ায়। |
13.ফ্যাক্টর-XIII বা হাইবিন স্টেবিলাইজিং ফ্যাক্টর | এটি ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় রক্তের নরম তঞ্চন পিণ্ডকে অদ্রবণীয় কঠিন তস্তুতে রূপান্তরিত করে। |
এসব ক্লটিং ফ্যাক্টর রক্তরস বা প্লাজমায় অবস্থান করে রক্তকে জমাট বাঁধতে সহযোগিতা করে থাকে। তাছাড়াও শরীরের বিভিন্ন কাজে এরা অংশ নিয়ে থাকে।
আরো জানুন;
প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ
আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য
মানুষের রক্ততঞ্চনকাল কত মিনিট ?
৩-৭ মিনিট
রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন?
ভিটামিন-k
রক্ত তঞ্চনে সাহায্য করে কোন প্রোটিন?
ফাইব্রিনোজেন
রক্ত তঞ্চনে সাহায্য করে কোন আয়ন?
ক্যালসিয়াম (Ca2+)
রক্ত তঞ্চনে সাহায্য করে কোন রক্তকণিকা?
অনুচক্রিকা
1 thought on “রক্ত তঞ্চনের ১৩ টি ক্লটিং ফ্যাক্টরের নাম এবং কাজ”