মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত জানুন

বিশ্বায়নের যুগে বিভিন্ন প্রয়োজনে এক দেশ থেকে অন্য মানুষ যাতায়াত করে থাকে। ভ্রমণের সময় বিভিন্ন দেশের সাথে অনেক সময় আমরা টাইম মিলাতে পারি না। বাহিরের দেশের সাথে যোগাযোগের সেই দেশের টাইম সম্পর্কে ধারণা থাকা দরকার। মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি সমৃদ্ধ ও বহুজাতিক দেশ। এই দেশটির আয়তন প্রায় ৩,৩০,৮০৩ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ৩৩ মিলিয়ন । আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ।

মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত জানুন

মালয়েশিয়ার টাইম জোন

মালয়েশিয়াতে একটিই টাইমজোন রয়েছে সেটি হলো -মালয়েশিয়া: মালয়েশিয়া টাইম (MYT), যা UTC+8

মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য 

মালয়েশিয়া এবং বাংলাদেশের সময়ের ব্যবধান ২ ঘণ্টা এর মানে মালয়েশিয়ার সময় বাংলাদেশের থেকে ২ ঘণ্টা এগিয়ে।

মালয়েশিয়া UTC+8 টাইম জোনে এবং বাংলাদেশ UTC+6 টাইম জোনে অবস্থিত। এজন্য ২ ঘন্টা এগিয়ে।

উদাহরণস্বরূপ:

বাংলাদেশে সকাল ৭ টা হলে মালয়েশিয়ায় সকাল ৯ টা।

বাংলাদেশে দুপুর 12 টা বাজলে মালয়েশিয়াতে দুপুর ২ টা বাজে।

বাংলাদেশে রাত ৮ টা বাজলে মালয়েশিয়াতে রাত ১০ টা বাজবে।

ডে লাইট সেভিংস টাইম

বাংলাদেশ ও মালয়েশিয়া উভয়েই ডে-লাইট সেভিং টাইম (DST) অনুসরণ করে না, তাই এই সময়ের পার্থক্য বছরজুড়েই অপরিবর্তিত থাকে।

আরো পড়ুন:মালয়েশিয়া টাকার রেট ২০২৪||মালয়েশিয়া ১ রিংগিত বাংলাদেশের কত টাকা

বাংলাদেশ এবং মালয়েশিয়ার সময়ে কেন এত পার্থক্য

মালয়েশিয়া বাংলাদেশ থেকে পূর্ব দিকে অবস্থিত।ঢাকা থেকে কুয়ালালামপুরের মধ্যে সরাসরি আকাশপথে দূরত্ব প্রায় ২,৬০০ কিলোমিটার (১,৬১৫ মাইল)। তাই তারা সূর্যোদয় এবং সূর্যাস্ত আগেই ঘটে এর ফলে তাদের সময় কিছুটা  এগিয়ে ।

মালয়েশিয়া সংক্রান্ত কিছু তথ্য

মালেশিয়ার টাকার নাম হলো রিংগিত 

আরো পড়ুন;  দুবাই টাকার রেট ||দুবাই ১ দিরহাম(AED) বাংলাদেশের কত টাকা।

মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় ৩৩ মিলিয়ন 

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায়  দুরত্ব প্রায় ২৬০০ কিলোমিটার

মালয়েশিয়ার ভাষার নাম মালয়

মালয়েশিয়ার রাষ্ট্রীয় ধর্ম ইসলাম 

মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর, তবে প্রশাসনিক রাজধানী পুত্রজায়া।

মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম (Anwar Ibrahim)।

মালয়েশিয়ার বর্তমান রাষ্ট্রপতি বা রাজা (ইয়াং ডি-পারতুয়ান আগোং) হলেন সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহ।

উপসংহার : মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য এর ক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে তা হলো দিবারাত্রির বিষয়টা । কারণ ভ্রমণ, যোগাযোগ, ব্যবসা এমনকি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ।

আসসালামু আলাইকুম, প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আমি মোঃ ফরিদুল ইসলাম পেশায় একজন শিক্ষার্থী এবং এই ওয়েবসাইটির এডমিন। পড়াশোনার পাশাপাশি লিখালিখি করতে পছন্দ করি। বিগত কয়েকবছর ধরে বিভিন্ন ওয়েবসাইটে লিখালিখি করে আসতেছি। বিশেষ দ্রষ্টব্য -লেখনীর মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ

1 thought on “মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত জানুন”

Leave a Comment