কুয়েত একটি ছোট আরব দেশ । এটি বাংলাদেশের পশ্চিমে অবস্থিত। তেল খনিজসম্পদ সম্পন্ন এই দেশটির আয়তন ১৭,৮১৮ বর্গ কিলোমিটার। বাংলাদেশ প্রায় ৮-১০ লাখ কুয়েতি প্রবাসী রয়েছে। তারা মোটা অংকের রেমিট্যান্স দেশে পাঠিয়ে যাচ্ছে। আজকে আমরা কুয়েত ও বাংলাদেশের সময় ব্যবধান সম্পর্কে জানবো।
আপনি যা জানতে পারবেন
কুয়েত ও বাংলাদেশের সময় ব্যবধান
বাংলাদেশের সময়(BST) থেকে কুয়েতের সময় (AST) ৩ ঘন্টা পিছিয়ে। অর্থাৎ বাংলাদেশ সময় থেকে ৩ ঘন্টা বাদ দিলে কুয়েতের সময় হবে।অর্থাৎ, যখন বাংলাদেশে দুপুর ১২টা বাজবে ,তখন কুয়েতে সকাল ৯টা বাজবে।
ডে লাইট সেভিংস টাইম
কিছু কিছু দেশে একাধিক টাইমজোন থাকে এক্ষেত্রে কুয়েত ছোট দেশ হবার কারনে কোনো ডে লাইট সেভিংস টাইম জোন নেই একটিমাত্র টাইম জোন।
আরো পড়ুন:কানাডা ও বাংলাদেশের সময়ের পার্থক্য
কুয়েতে ও বাংলাদেশের সময়ে কেন এত পার্থক্য
কুয়েতের অবস্থান বাংলাদেশ থেকে পশ্চিম অবস্থিত ঢাকা থেকে কুয়েত সিটির দূরত্ব প্রায় ৩,২০০ কিলোমিটার (১,৯৯১ মাইল) । পৃথিবী যেহেতু সূর্যকে কেন্দ্র করে ঘোরে পৃথিবীর যেই অংশ সূর্যের নিকটবর্তী হবে সেই অংশে দিন ও রাত আগে হবে ঠিক এমনটাই হয় কুয়েতের ক্ষেত্রে।
কুয়েত সংক্রান্ত কিছু তথ্য
-
কুয়েতের রাজধানী কুয়েত সিটি
-
কুয়েতের ভাষা হলো আরবি
-
কুয়েতের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম
-
বাংলাদেশ থেকে কুয়েত যেতে সময় লাগে ৫-৬ ঘন্টা
-
কুয়েতের মুদ্রার নাম কুয়েতি দিনার (KWD)
-
কুয়েতের ১ দিনার বাংলাদেশি টাকায় ৩৯২ টাকা
-
কুয়েতের বর্তমান প্রধানমন্ত্রী -শেখ আহমাদ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ
-
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ কুয়েত
উপসংহার : কুয়েত ও বাংলাদেশের সময় ব্যবধান এর ক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে তা হলো দিবারাত্রির বিষয়টা । কারণ ভ্রমণ, যোগাযোগ, ব্যবসা এমনকি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ।