ssc result 2025 check||Online & SMS

প্রিয় , এসএসসি২০২৫ পরীক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আসসালামুয়ালাইকুম। আশা রাখছি মহান আল্লাহর তায়ালার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন । আজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে । আজকে এই পোস্টটিতে আপনি জানতে পারবেন অনলাইনে ssc result 2025 check এবং sms এর মাধ্যমে রেজাল্ট চেক করার উপায়

ssc result 2025, ssc result 2025 check

online ssc result 2025 check

1.প্রথমে আপনাকে শিক্ষাবোর্ডের রেজাল্ট প্রকাশের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। Link: educationboardresults.gov.bd.

2.তারপর Examination: এর জায়গায় SSC/Dakhil/Equivalent এটা সিলেক্ট করতে হবে ।

3. তারপর সাল এর জায়গায় 2025 সিলেক্ট করতে হবে ।

4.Board এর জায়গায়তে আপনি যে বোর্ডের শিক্ষার্থী যেই বোর্ড সিলেক্ট করবেন।

5.Admit অনুযায়ী আপনার Roll নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে বসান।

6.তারপর ছোট একটি ক্যাপসা অংকের ক্যাপসা পূরণ করে । Submit বাটনে ক্লিক করলেই আপনি রেজাল্ট দেখতে পারবেন।

আরো পড়ুনঃ ঢাবি প্রযুক্তি ইউনিট সিট সংখ্যা ২০২৫

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য

ওয়েবসাইটে ঢুকতে না পারলে কি করণীয় 

সকাল ১০টা থেকে চেষ্টা করা যদি সার্ভার ডাউন থাকে তাহলে আপনি VPN দিয়ে চেষ্টা করে দেখতে পারেন । তবে দুপুর ১ টার দিকে সার্ভারে চাপ কম থাকে তখন দেখতে পারেন । বিকালে অথবা রাতে সহজেই কোনো সমস্যা ছাড়াই রেজাল্ট পাওয়া যায়।

Sms এর মাধ্যমে ssc রেজাল্ট দেখার নিয়ম 

SSC <space> বোর্ডের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> পাশের সাল(2025)

Example : SSC DHA 123456 2025

বোর্ডের নাম ও Code

ঢাকা (Dhaka) DHA

চট্টগ্রাম (Chittagong) CHI

রাজশাহী (Rajshahi) RAJ

কুমিল্লা (Comilla) COM

যশোর (Jessore) JES

বরিশাল (Barisal) BAR

সিলেট (Sylhet) SYL

দিনাজপুর (Dinajpur) DIN

ময়মনসিংহ (Mymensingh) MYM

মাদ্রাসা (Madrasah) MAD

কারিগরি (Technical) TEC

বিশেষ সতর্কতা: বিভিন্ন নামে বেনামে link এ ঢুকে রেজাল্ট দেখতে যাবেন না এগুলো বেশি ভুয়া সাইট অফিশিয়াল বোর্ডের সাইট ছাড়া অন্য সাইটে প্রবেশ থেকে বিরত থাকুন।

উপসংহার; এসএসসি ২০২৫ রেজাল্ট দেখার নিয়ম আশা করি আপনি জানতে পেরেছেন। এভাবে আপনি আপনার নিজের অথবা বন্ধু বান্ধবদের রেজাল্ট বের করে দিতে পারবেন। ধন্যবাদ মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য।

Leave a Comment