ঢাবি প্রযুক্তি ইউনিট সিট সংখ্যা ২০২৫

ঢাবি প্রযুক্তি ইউনিট কি?

ঢাবি প্রযুক্তি ইউনিট অনুষদ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৭ টি ইঞ্জিনিয়ারিং কলেজ। যার ৩ টি সরকারি ও ৪ টি বেসরকারি। সরকারি কলেজগুলতে রয়েছে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং , ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং , সিভিল ইঞ্জিনিয়ারিং । এবং বেসরকারিতে আরও রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং , ফ্যাশন ডিজাইনিং এবং আই.পি.ই.।ঢাবি প্রযুক্তি ইউনিট সিট সংখ্যা ২০২৫

ঢাবি প্রযুক্তি ইউনিট কলেজের নাম

  1. ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ,ফরিদপুর
  2. ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ,ময়মনসিংহ
  3. বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ,বরিশা
  4. ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-(পিপিপি),নয়ারহাট, সাভার, ঢাকা
  5. শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,মোহাম্মদপুর, ঢাকা
  6. কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ,ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
  7. সাইক ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি,সাইক টাওয়ার এম/৩, মিরপুর -১৩,ঢাকা -১২১৬

ঢাবি প্রযুক্তি ইউনিট সিট সংখ্যা ২০২৫

  • সর্বমোট সিট সংখ্যা- ১৫২০ টি
  • সরকারিতে- ৪৮০ টি
  • বেসরকারিতে-১০৪০ টি

ঢাবি প্রযুক্তি ইউনিট সরকারি কলেজের তালিকা 

  1. ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ,ফরিদপুর
  2. ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ,ময়মনসিংহ
  3. বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ,বরিশা

ঢাবি প্রযুক্তি ইউনিট বেসরকারি কলেজের তালিকা 

  1. ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-(পিপিপি),নয়ারহাট, সাভার, ঢাকা
  2. শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,মোহাম্মদপুর, ঢাকা
  3. কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ,ময়মনসিংহ সদর, ময়মনসিংহ
  4. সাইক ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি,সাইক টাওয়ার এম/৩, মিরপুর -১৩,ঢাকা -১২১৬

ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার মানবন্টন 

  • পদার্থবিজ্ঞান-৩৫
  • রসায়ন-৩৫
  • গণিত–৩৫
  • ইংরেজি-১৫

১২০ মার্কের বহু নির্বাচনী পদ্ধতিতে ১২০টি বহু নির্বাচনী প্রশ্নের পরীক্ষা হয় এবং এতে কোনো নেগেটিভ মার্কিং নেই।

আরো পড়ুন;  রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫

সংশোধিত ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি

আবেদন শুরু : ৬ জানুয়ারী ২০২৫ 

আবেদনের শেষ সময়: ৭ এপ্রিল ২০২৫ রাত ১১.৫৯ পর্যন্ত।

প্রবেশপত্র ডাউনলোড : ২১ এপ্রিল বিকাল ৩ টা থেকে ১৭ মে সকাল ১০ টা পর্যন্ত ।

আবেদন ফী: ৮৫০ টাকা।

ভর্তি পরীক্ষার তারিখ : ১৭ মে ২০২৫। (সকাল ১১ টা থেকে ১২ টা ৩০ পর্যন্ত)

ফলাফল প্রকাশ: পরীক্ষার ৭দিনের মধ্যে

আরো জানুন;গুচ্ছ ২১ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ২০২৫

সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মান কেমন?

ইঞ্জিনিয়ারিং কলেজগুলো সম্পূর্ণ সরকারি এবং ঢাবি কর্তৃক বি.এস.সি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষকগণ অনেক অভিজ্ঞ।সরকারি কলেজ এ মাসিক কোন খরচ নেই। ৪ বছর এ ৭০-৮০ হাজার টাকা লাগবে এখানে পড়তে।

ঢাবি প্রযুক্তি ইউনিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য 

  • সেকেন্ড টাইম নেই।
  • লিখিত পরীক্ষা হয় না, শুধু mcq পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়
  • কোনো নেগেটিভ মার্কিং নাই।
  • কলেজগুলোতে শুধু স্নাতক ডিগ্রি প্রদান করা হয়।
  • শুধু সাইন্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবে।

উপসংহার, 

ঢাবি প্রযুক্তি ইউনিট সিট সংখ্যা ২০২৫ এই পোস্টটিতে ঢাবি প্রযুক্তি ইউনিট সিট সংখ্যা সহ যাবতীয় তথ্যাদি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনি সঠিক তথ্য পাবেন। ধন্যবাদ মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য।

Leave a Comment