ইতালি ও বাংলাদেশের সময়ের পার্থক্য কত জানুন

বিশ্বায়নের যুগে বিভিন্ন প্রয়োজনে এক দেশ থেকে অন্য মানুষ যাতায়াত করে থাকে। ভ্রমণের সময় বিভিন্ন দেশের সাথে অনেক সময় আমরা টাইম মিলাতে পারি না। বাহিরের দেশের সাথে যোগাযোগের সেই দেশের টাইম সম্পর্কে ধারণা থাকা দরকার। আজকে আমরা ইতালি ও বাংলাদেশের সময়ের পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানবো।

ইতালি ও বাংলাদেশের সময়ের পার্থক্য কত জানুন

ইতালির টাইম জোন

  1. Central European Time (CET): UTC+1 
  2. Central European Summer Time (CEST): UTC+2 

ইতালি ও বাংলাদেশের সময় ব্যবধান

ইতালির ইউরোপীয় মহাদেশে অবস্থিত অন্যতম একটি দেশ ।ইতালিতে ২টি টাইম জোন রয়েছে একটি হলো শীতকালীন এবং অপরটি হলো গ্রীষ্মকালীন টাইম জোন । এই দুটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

1.Central European Time (CET) থেকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST) হবে ৫ ঘন্টা  এগিয়ে। 

উদাহরণস্বরূপ, যখন ইতালিতে ঘড়িতে তখন সকাল ৮টা বাজবে  তখন বাংলাদেশের ঘড়িতে দুপুর ১টা বাজবে।

2. Central European Summer Time (CEST)থেকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST) হবে ৪ ঘন্টা  এগিয়ে।

উদাহরণস্বরূপ, যখন ইতালিতে ঘড়িতে তখন সকাল ৮টা বাজবে  তখন বাংলাদেশের ঘড়িতে দুপুর ১২ টা বাজবে।

ডে লাইট সেভিংস টাইম

ইতালিতে মাচ মাস শেষ রবিবার থেকে থেকে অক্টোবর মাস শেষ রবিবার পর্যন্ত মোট ৭ মাস ডে-লাইট সেভিংস টাইম পালন করা হয়ে থাকে। এজন্য প্রতিটি নরমাল টাইম জোন থেকে ১ ঘন্টা কমিয়ে সময় যোগ করে হিসাব করতে হবে।

আরো পড়ুন:কানাডা ও বাংলাদেশের সময়ের পার্থক্য

বাংলাদেশ এবং ইতালির সময়ে কেন এত পার্থক্য

ইতালি অবস্থান বাংলাদেশ থেকে পশ্চিম অবস্থিত ঢাকা থেকে রোমের দূরত্ব প্রায় ৭,৩৫০ কিলোমিটার (প্রায় ৪,৫৬৫ মাইল। পৃথিবী যেহেতু সূর্যকে কেন্দ্র করে ঘোরে পৃথিবীর যেই অংশ সূর্যের নিকটবর্তী হবে সেই অংশে দিন ও রাত  আগে হবে ঠিক এমনটাই হয় ইতালির ক্ষেত্রে।

আরো পড়ুন;  বাংলাদেশ ও স্পেনের সময়ের পার্থক্য জেনে নিন।

ইতালির সংক্রান্ত কিছু তথ্য

ইতালির টাকার নাম হলো ইতালি ইউরো

ইতালি জনসংখ্যা প্রায় ৬ কোটি

বাংলাদেশ থেকে ইতালি প্রায় ৭২৯৫ কিলোমিটার

ইতালির ভাষার নাম ইতালিয়ানো

ইতালির রাষ্ট্রীয় ধর্ম খ্রিষ্টান

ইতালির রাজধানীর নাম রোম

ইতালির প্রধানমন্ত্রীর নাম জর্জা মেলোনি

ইতালির রাষ্ট্রপতি নাম সার্জিও ম্যাটারেলা

উপসংহার : ইতালি ও বাংলাদেশের সময় ব্যবধান এর ক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে তা হলো দিবারাত্রির বিষয়টা । কারণ ভ্রমণ, যোগাযোগ, ব্যবসা এমনকি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ।

আসসালামু আলাইকুম, প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আমি মোঃ ফরিদুল ইসলাম পেশায় একজন শিক্ষার্থী এবং এই ওয়েবসাইটির এডমিন। পড়াশোনার পাশাপাশি লিখালিখি করতে পছন্দ করি। বিগত কয়েকবছর ধরে বিভিন্ন ওয়েবসাইটে লিখালিখি করে আসতেছি। বিশেষ দ্রষ্টব্য -লেখনীর মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ