ফিফা ক্লাব বিশ্বকাপ ৩২ টি দলের তালিকা

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে ১৪ জুন ইন্টার মায়ামি বনাম আল আহলি  ম্যাচটির মধ্যে দিয়ে এবং ১৩ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। আজকে পোস্টটির আলোচনা বিষয় হলো ফিফা ক্লাব বিশ্বকাপ ৩২ টি দলের তালিকা।

ফিফা ক্লাব বিশ্বকাপ ৩২ টি দলের তালিকা 

৩২টি ক্লাব  ৮টি গ্রুপে বিভক্ত হয়েছে। প্রতিটি গ্রুপে ৪টি করে ক্লাব রয়েছে । আর এই ৪ টি গ্রুপ পর্বে নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলবে। তারপর গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল শেষ ১৬ তে খেলার পাবে। তারপর কোয়ার্টার ফাইনালে, সেমি ফাইনাল এবং ফাইনাল পুরোপুরি বিশ্বকাপ ফুটবলের মতো ফরম্যাটে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো ।

ফিফা ক্লাব বিশ্বকাপ ৩২ টি দলের তালিকা

গ্রুপ A

ইন্টার মায়ামি, এফসি পোর্তো, পালমেইরাস, আল আহলি

গ্রুপ B

পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, বোটাফোগো, সিয়াটল সাউন্ডার্স

গ্রুপ C

বায়ার্ন মিউনিখ, বেনফিকা, বোকা জুনিয়র্স, অকল্যান্ড সিটি

গ্রুপ D

চেলসি, ফ্ল্যামেঙ্গো, ইএস তিউনিস, ক্লাব আমেরিকা/LAFC (ক্লাব লিওনের পরিবর্তে)

গ্রুপ E

ইন্টার মিলান, রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরি

আরো পড়ুনঃ আর্জেন্টিনা খেলা কবে ২০২৫

গ্রুপ F

ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান হিউন্ডাই, মামেলোডি সানডাউনস

গ্রুপ G

ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, উইদাদ, আল আইন

গ্রুপ H

রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সালজবার্গ

ক্লাব ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ তারিখ

  • উদ্বোধনী ম্যাচ: ১৪ জুন
  • গ্রুপ পর্ব: ১৪ জুন – ২৫ জুন
  • নকআউট পর্ব: ২৮ জুন – ১৩ জুলাই
  • ফাইনাল: ১৩ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।  

আরো পড়ুনঃ ইন্টার মায়ামি খেলা কবে ২০২৫

FAQ

১.ক্লাব ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ কোনটি?

উঃ যুক্তরাষ্ট্র ( USA)।

২.ক্লাব বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা কতটি?

উঃ ৬৩ টি।

৩.কতটি ভেন্যুতে আয়োজন করা হয়েছে?

উঃ যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে।

৪. ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি কত ?

উঃ ১০০ মিলিয়ন মার্কিন ডলার ( বিজয়ী দল)

৫.মেসি কোন ক্লাবের হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলবে?

উঃ ইন্টার মায়ামি।

Leave a Comment