জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসুন আমরা জেনে নিই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদনের সময়সীমা 

ভর্তি আবেদন শুরুঃ ১ ডিসেম্বর 

ভর্তি আবেদন শেষঃ ১৫ ডিসেম্বর

প্রাথমিক ভর্তি আবেদন ফিঃ ১০০ টাকা

চুড়ান্ত ভর্তি আবেদন ফিঃ ৭০০ টাকা

আবেদন লিংক:admission.jnu.ac.bd

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কতজন ভর্তি পরীক্ষা দিতে পারবে

প্রাথমিক পর্যায়ে ১০০ টাকা ভর্তি ফি প্রদানের মাধ্যমে আবেদন সবাই আবেদন করতে পারবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আবেদনকারীদের মধ্যে ৪০,০০০ জন শিক্ষার্থী সিলেক্ট করবে এবং তারা বাকি ৭০০ টাকা চুড়ান্ত আবেদন ফি প্রদানের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা ২০২৫

২০২১ বা ২০২২ সালে এসএসসি/সমমান ও ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে শিক্ষার্থীরা আবেদন পারবে। তবে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে সেকেন্ড টাইম থাকতেছে না এবার জবিতে।

মানবিক ইউনিটে আবেদনের যোগ্যতা জিপিএ ৭ পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এসএসসি ও এইচএসসিতে নুন্যতম জিপিএ ৩.৫০ আলাদা ভাবে থাকতে হবে ।

ব্যবসা ইউনিটে আবেদনের যোগ্যতা জিপিএ ৭.৫০ থাকতে হবে অর্থাৎ এসএসসি ও এইচএসসিতে নুন্যতম জিপিএ ৩.৫০ আলাদা ভাবে থাকতে হবে ।

বিজ্ঞান ইউনিটের আবেদনের যোগ্যতা জিপিএ ৮ পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এসএসসি ও এইচএসসিতে নুন্যতম জিপিএ ৩.৫০ আলাদা ভাবে থাকতে হবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরো পড়ুন;মুক্তিযুদ্ধের ভাস্কর্য তালিকা ও পরিচিতি

আরো পড়ুন;  রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সময় সূচি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সময় সূচি ২০২৫
Unit/faculty Date Day 1st Shift 2nd Shift 3rd Shift
Unit-E(চারুকলা অনুষদ ( 31/01/2025 Friday 10:00-11.30 AM 2:30-4.00 PM 5:00-6.30 PM
Unit-D (সামাজিক বিজ্ঞান অনুষদ) 14/02/2025 Friday 9:30-10.30 AM 12:00-1.00 PM 3:30-4.30 PM
Unit-B (কলা ও আইন অনুষদ) 15/02/2025 Saturday  10:00-11.00 AM 1.00-2.00 PM 4:00-5.00 PM
Unit-A (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ) 22/02/2025 Saturday 10:00-11.00 AM 1.00-2.00 PM 4:00-5.00 PM
Unit-C (বিজনেস স্টাডিজ অনুষদ) 28/02/2025 Friday 9:30-10.30 AM 12:00-1.00 PM 3:30-4.30 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত কয়েকবছর ধরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল এবার গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে । গুচ্ছ পদ্ধতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ছিল ২৭৬৫টি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্ন কেমন হবে?

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে না বলা হলেও পূর্বের ন্যায় বহুনির্বাচনী এবং লিখিত অংশ থাকবে । সেজন্য লিখিত বিশেষভাবে প্রিপারেশন নিয়ে হবে ।

আসসালামু আলাইকুম, প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আমি মোঃ ফরিদুল ইসলাম পেশায় একজন শিক্ষার্থী এবং এই ওয়েবসাইটির এডমিন। পড়াশোনার পাশাপাশি লিখালিখি করতে পছন্দ করি। বিগত কয়েকবছর ধরে বিভিন্ন ওয়েবসাইটে লিখালিখি করে আসতেছি। বিশেষ দ্রষ্টব্য -লেখনীর মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ

1 thought on “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫”

Leave a Comment